ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ভালো ফলে রাজশাহী কলেজ

শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ভালো ফলে রাজশাহী কলেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: উৎসব পাগল বাঙালি, কেবল উৎস পেলেই হলো। আর এই দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এইচএসসির ফলাফলের চেয়ে বড় উৎসব কিছু নেই।

তাই বুধবার দুপুরে ফল প্রকাশের পর পরই রাজশাহী মহানগরের কলেজগুলোতে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকরা। উৎসবের ঘনঘটায় বিকেল পর্যন্ত বুদ হয়ে থাকেন সবাই। যেন আনন্দের সীমা নেই তাদের।

বিশেষ করে জিপিএ-৫ প্রাপ্তদের বাঁধ ভাঙা আনন্দে কলেজের ক্যাম্পাসগুলি মুহূর্তের মধ্যেই সরগরম হয়ে ওঠে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০ এর তালিকায় স্থান পাওয়া কলেজগুলোতে দেখা যায় অভিন্ন চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। কারণ ২০১৪ সালের ঘোষিত ফলাফলে এবারও বোর্ড সেরা হয়েছে ঐতিহ্যবাহী “রাজশাহী কলেজ”।

মেধার লড়াইয়ে এবারও তাদের ছুঁতে পারেনি রাজশাহীর অন্য কলেজগুলো। তাই এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দাপটের সাথে প্রথম স্থানটি এবারও দখল করে নিয়েছে এই কলেজটি।

চলতি বছর রাজশাহী কলেজ থেকে ৫৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫১০ জন শিক্ষার্থী। গত বছর ৫৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৯৪ জন পাস করে। পাসের হার ছিলো ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪৩৪ জন পরীক্ষার্থী।

রাজশাহী কলেজ সূত্রে জানা যায়, ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী কলেজ থেকে মোট ৫৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১০ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩০০ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯২ জন শিক্ষার্থী।

মানবিক বিভাগ থেকে ১৫২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১১ জন। ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।

এর আগে ২০১৩ সালে এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে মোট ৫৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। ওই বছর সব বিষয়ে উত্তীর্ণ হয় ৫৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পায় ৪৩৫ জন শিক্ষার্থী। মহানগরের অন্য কলেজগুলোর মধ্যে ষষ্ঠ থেকে গতবার মেধা তালিকায় শীর্ষে উঠে আসে রাজশাহী সরকারি কলেজ। প্রথম হয় বোর্ডেও।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন থেকে ফলাফল ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এর আগে কলেজের মেধাবী শিক্ষার্থীদের বৃষ্টি উপক্ষো করে ফলাফল জানার জন্য অপেক্ষা করতে যায়। ফল নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরাও। একে একে ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। শিক্ষার্থীরা লাফিয়ে ওঠেন বিজয় চিহ্ন নিয়ে।

রাজশাহী কলেজের ফলাফল সম্পর্কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজের এবারের ফলাফল শুধু ঈর্ষণীয় নয়, হতবাক করার মতো। রাজশাহী কলেজের ১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল হয়েছে এবার।

তিনি আরও বলেন, ‘রাজশাহী বোর্ডের মধ্যে রাজশাহী কলেজের এই সাফল্যের একমাত্র, একমাত্র এবং একমাত্র কারণ হচ্ছে এর উন্নত শিক্ষা কার্যক্রম। সাফল্যের এই ধারাবাহিকতার রক্ষায় মাল্টিমিডিয়ার মাধ্যমে নিয়মিত ক্লাস, সাপ্তাহিক ও টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টা ছিল। শিক্ষার মানের দিক দিয়ে আমরা কখনোই কোনো ছাড় দেইনি। ’

তাই সাফল্যের মূল মন্ত্র হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর জোর দিয়ে তাদের নিবিড় পরিচর্যার কথা বিশেষভাবে উল্লেখ করেন। অভিব্যক্তি ব্যক্ত করেন শীর্ষ স্থান ধরে রাখা এবং আরও মানসম্মত পাঠদানের ব্যাপারে। সহযোগিতা কামনা করেন শিক্ষার্থী-অভিভাবকদের।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।