ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০

পার্বতীপুর (দিনাজপুর): এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড সেরা হয়েছে রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ বোর্ডের অধীনে আটটি জেলা রয়েছে।

এর মধ্যে শুধুমাত্র লালমনিরহাট জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেরা ২০ এ স্থান করে নিতে পারেনি।

এ বোর্ডে ১ম হয়েছে রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ২য় রংপুর ক্যাডেট কলেজ, ৩য় দিনাজপুরের হলিল্যান্ড কলেজ, ৪র্থ হয়েছে রংপুরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ৫ম নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, ৬ষ্ঠ দিনাজপুর জেলার পার্বতীপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৭ম দিনাজপুর সরকারি কলেজ, ৮ম রংপুরের কালেকটরেট স্কুল অ্যান্ড কলেজ, ৯ম নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১০ম রংপুরের কারমাইকেল কলেজ, ১১তম রংপুর সরকারি কলেজ, ১২তম গাইবান্ধা সরকারি কলেজ, ১৩তম নীলফামারীর সৈয়দপুর উপজেলার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ১৪তম দিনাজপুর সরকারি মহিলা কলেজ, ১৫তম নীলফামারী সরকারি কলেজ, ১৬তম ঠাকুরগাঁও সরকারি কলেজ, ১৭তম কুড়িগ্রাম সরকারি কলেজ, ১৮তম পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, ১৯তম নীলফামারীর সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও ২০তম হয়েছে রংপুরের জাহেদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।