ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বোর্ডে তৃতীয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ঢাকা বোর্ডে তৃতীয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে সেনাবাহিনী পরিচালিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এছাড়া সব শিক্ষা বোর্ডের মেধা তালিকায় এই কলেজটির স্থান পঞ্চম।



এবারের এইএচসি পরীক্ষায় কলেজটি থেকে ১ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১ হাজার ১৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। কলেজটিতে পাসের হার শতভাগ।

অভূতপূর্ব এই সাফল্য অর্জনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক ও গঠনমূলক দিক নির্দেশনা ছাড়াও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের অনুপ্রেরণা অনবদ্য ভূমিকা পালন করেছে বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক বিদ্যুৎ রায় বলেন, কলেজে শিক্ষার্থী ভর্তির পর থেকেই বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের মেধা
যাচাই করা হয়। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাশ ও পরীক্ষা নেওয়া হয়। এছাড়া নিয়মিত অভিভাবকদের ফলাফল জানানো হয়। কলেজটি সেনাবাহিনী পরিচালিত হওয়ায় এখানে শৃঙ্খলার মান উচু। এটিই কলেজটির ভাল সফলতার রহস্য।

১৯৬০ সালে পাকিস্তানের শিল্পপতি গুল মোহাম্মদ আদমজীর অর্থায়নে ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল ইটন ও হ্যারো’র আদর্শে নির্মিত হয় এই কলেজটি।

ছাত্র রাজনীতি বিবর্জিত এই কলেজে সহশিক্ষার পাশাপাশি কঠোর নিয়মানুবর্তিতা, সংযম ও শৃঙ্খলার মাধ্যমে প্রতিটি ছাত্র-ছাত্রীকে একজন আদর্শ নাগরিক
হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে। কলেজটি ২০০০ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।

বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার পাশাপাশি ডিগ্রি পাস কোর্সের এবং ইংরেজী, অর্থনীতি, রাষ্টবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স ও বিবিএ কোর্স চালু আছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।