ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চালুর দাবি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় চালুর দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লংগদু (রাঙামাটি): রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম চলতি শিক্ষাবর্ষেই শুরু করার দাবিতে মানববন্ধন করেছে লংগদু উপজেলাবাসী।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে আয়োজিত এ মানববন্ধনে স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।



আয়োজন কমিটির সদস্য আবু দারদা আরমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক জানে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমির নাছির উদ্দিন, মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের পক্ষে।

বক্তারা আরো বলেন, একটি মহল পার্বত্য চট্টগ্রামে প্রস্তাবিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দ্রুত মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি জানান তারা।

পরে, একই দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় উপজেলাবাসী।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।