ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আর ছাড় নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আর ছাড় নয়

ঢাকা: যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পস নেই তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাণিজ্য বন্ধেও কঠোর অবস্থানে সংসদীয় কমিটি।


 
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে এসব কথা বলা হয়।

কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠক শেষে কমিটির সদস্য গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেগুলো শিক্ষার চাইতে বাণিজ্যকেই প্রাধান্য দেয়। অর্থ উপার্জনের জন্য তারা ছাত্র-ছাত্রীদের জিম্মি করে রাখে। এছাড়া অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নাই। এর আগে তাদের সময় দেওয়া হয়েছে নিজস্ব ক্যাম্পসে শিক্ষাদান করার জন্য। অনেকে এসেছেন অনেকে আসেননি। যারা আসেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আর ছাড় নয়।
 
তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে কোনো গাফিলতি মানা হবে না।
 
বৈঠক সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) এর অব্যবস্থাপনা ও দ‍ুর্নীতি তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী সুপারিশের আলোকে ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজ গঠন ও রেজিস্ট্রেশন, ভিসি, প্রোভিসি ও ট্রেজারার নিয়োগের জন্য মন্ত্রণালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।  

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ (টিকিউআই-২) ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্প এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মপরিকল্পনা এবং অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রকল্পগুলো যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
এছাড়া বৈঠকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও যাতে কম্পিউটার যথাযথ ব্যবহারের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
বৈঠকে অংশ নেন, কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, মোহা. মামুনূর রশিদ, সেলিনা আক্তার বানু প্রমুখ।

এছাড়া শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিকসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।