ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির ৬৮৭ শিক্ষার্থীর গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
নোবিপ্রবির ৬৮৭ শিক্ষার্থীর গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

নোয়াখালী: বৈরি আবহাওয়া ও বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিকূলতাকে অতিক্রম করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম সমাবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত সমাবর্তনে চারটি বিভাগের ৬৮৭ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট ডিগ্রি দেওয়া হয়েছে।



রাষ্ট্রপতি ও নোবিপ্রবির চ্যান্সেলর অ্যাডভোকেট আবদুল হামিদ মনোনীত প্রতিনিধি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ডিন কর্তৃক স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের হাতে গ্র্যাজুয়েট ডিগ্রি তুলে দেন।

এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ১৭৫ জন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (এফআইএমএস) বিভাগের ১৬২ জন, ফার্মেসি বিভাগের ২২৫ জন ও এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১২৫ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোবিপ্রবির ক্যাম্পাসে গ্র্যাজুয়েট ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দের অংশগ্রহণে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর একেএম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিশেষ অতিথি ও সমাবর্তন বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্বাবদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রমুখ।

প্রথম সমাবর্তনে বিভিন্ন বিভাগের ৮ জন শিক্ষার্থী চ্যান্সেলর স্বর্ণপদক ও ৩ জন শিক্ষার্থী ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।