ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিরসরাইয়ে জেবি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪
মিরসরাইয়ে জেবি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে জেবি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালির মাধ্যমে এই পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।



পরে স্কুল মাঠে মরহুম দুলাল জুবাইদ একাদশ বনাম বাবুল নাথ স্মৃতি একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষের ২৮ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৫ ওভারে জয়লাভ করে।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
mirsarai_jb_school_3
দুপুর ১২টায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি নাজমূল হক জুয়েলের সভাপতিত্বে অলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক শিক্ষক আলিমুল্লাহ, প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, সহকারী শিক্ষক সুভাষ সরকার, শিক্ষানুরাগী আবুল বসর, স্বপন কুমার দে, জিয়াউল হক জিল্লু, বাংলানিউজের মিরসরাই প্রতিনিধি মু. রিগান উদ্দিন, লায়ন এ জেড এম টুটুল, লায়ন রাশেদুল বারী এবং স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সব ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা।

মিডিয়া পার্টনার হিসেবে বাংলানিউজ অংশগ্রহণ করায় আলোচকরা এডিটর-ইন-চিফ আলমগীর হোসেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।