ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি জালিয়াতদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
ঢাবির ভর্তি জালিয়াতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে আটকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচলে, দেশ বাঁচবে’ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।



‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাও আন্দোলন’ নামে একটি ফেসবুক গ্রুপের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানবনবন্ধনে শিক্ষার্থীরা বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে জালিয়াতি করেন, তারা দেশের বিভিন্ন পরীক্ষাতেও জালিয়াতি করছেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে যে চক্রকে আটক করা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।