ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কামিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
কামিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে কামিল (স্নাতকোত্তর) প্রথম  ও দ্বিতীয় পর্বের ২০১২ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় এ ফলাফল প্রকাশ করা হয়।



ইবি পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র ‍জানায়, কামিল (স্নাতকোত্তর) ২০১০-১১ ও ২০১১-১২ শিক্ষাবর্ষের যথাক্রমে দ্বিতীয় পর্ব ও প্রথম পর্বের পরীক্ষার ফল সারাদেশের মাদ্রাসাসমূহের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েবসাইট থেকে www.iu.ac.bd থেকেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

এ বছর কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্বে ৯৪.২০ শতাংশ এবং দ্বিতীয় পর্বে ৯৮.২৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এছাড়া প্রথম পর্বে ৯৮ জন শিক্ষার্থী ও দ্বিতীয় পর্বে ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের পরীক্ষায় মোট ২৫ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।