ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৃত্তি দেবে অস্ট্রেলিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৃত্তি দেবে অস্ট্রেলিয়া

ঢাকা: অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নবীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণার জন্য বৃত্তির ব্যবস্থা করবে। অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী ও পার্লামেন্টের সংসদ নেতা ক্রিস্টোফার পাইনের সাথে তার অফিস কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।



মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নুরুল ইসলাম নাহিদ সোমবার সিডনি পৌঁছান।

এসময় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনসহ অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী সেখানে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্য সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন এবং টিকিউআই প্রকল্পের প্রকল্প পরিচালক বনমালি ভৌমিক।

সাক্ষা‍ৎকালে শিক্ষামন্ত্রী বিগত সাড়ে ছয় বছরে বাংলাদেশের শিক্ষাখাতের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি উচ্চশিক্ষা খাতের উন্নয়ন ও গবেষণা বিষয়ে বন্ধুপ্রতিম অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

জানা যায়, ক্রিস্টোফার পাইন বাংলাদেশের শিক্ষাখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে নারী শিক্ষা, বিনামূল্যে বই দেওয়া ও শিক্ষাক্রমকে যুগপোযোগী করার প্রশংসা করেন। এছাড়াও, বাংলাদেশের শিক্ষাখাতে সম্ভাব্য সকল সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দেন।

মঙ্গলবার দেশটির রাজধানী কানবেরাতে দুই দেশের মধ্যকার সমন্বিত শিক্ষা ব্যবস্থা নিয়ে দুই শিক্ষামন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদল বুধবার অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিচার্স এডুকেশন কাউন্সিল পরিদর্শন করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।