ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চারদিনের স্কাউট সমাবেশ শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪
চারদিনের স্কাউট সমাবেশ শুরু ছবি: সংগৃহীত

মধুপুর (টাঙ্গাইল): ‘ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়ে স্কাউটিং’ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে চার দিনব্যাপী স্কাউট সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চারদিনের এ স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন।

অষ্টম মধুপুর উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা।

এতে বক্তব্য রাখেন, মধুপুরে রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক লুলু।

উল্লেখ্য, উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদরাসার স্কাউট শিক্ষার্থী সদস্য এ সমাবেশে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।