ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের গবেষণায় অবদান রাখার আহ্বান সিকৃবি ভিসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
শিক্ষকদের গবেষণায় অবদান রাখার আহ্বান সিকৃবি ভিসির

সিলেট: শিক্ষকদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায় অবদান রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম শাহি আলম।

ঈদ ও পূজার ছুটি শেষে সোমবার ক্যাম্পাস খোলার পর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আহ্বান জানান।



বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়মনীতি মেনে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হবে ‘সেন্টার অফ অ্যাক্সিলেন্স’।

ক্যাম্পাস পরিদর্শনে ভাইস-চ্যান্সেলরের সঙ্গে ছিলেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর মিটু চৌধুরী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান।

সোমবার দুপুরে ক্যাম্পাস খোলার পরপরই ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্য-বিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ পরিদর্শন করেন ভিসি।

এসময় বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপাচার্যকে স্বাগতম জানান।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।