ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ৯টায় রাবির চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা চলাকালে তাকে এ সাজার আদেশ দেওয়া হয়।



দণ্ডাদেশপ্রাপ্ত আখতারুল ইসলাম আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তরিকুল হাসান বাংলানিউজকে জানান, সকাল ৯টায় শুরু হওয়া ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে রবীন্দ্র কলা ভবন থেকে আবিরকে আটক করা হয়। অরিন্দ কুমার বর্ধন নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর পরিবর্তে (প্রক্সি) পরীক্ষা দিচ্ছিলেন আবির। এসময় দায়িত্বরত পরিদর্শক বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন।

পরে তাকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ক্যাম্পাসে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন-১৯৮০ এর তিন নম্বর ধারা অনুযায়ী আবিরকে কারাদণ্ডাদেশ দেন আদালত।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, আবিরকে মতিহার থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।