ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পার্বত্য অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেল নির্মাণ হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
পার্বত্য অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেল নির্মাণ হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কক্সবাজারসহ পার্বত্য অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হোস্টেল নিমার্ণ করা হবে।

শিক্ষার্থী বাড়ানোর জন্য সরকারের এ উদ্যোগ।

একইসঙ্গে অবকাঠামোর সব ধরনের উন্নয়ন করা হবে।

বুধবার সকালে তিনি এক ঝাটিকা সফরে কক্সবাজারে স্কুল ও কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী সকালে কক্সবাজারের ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। কোনো ঘোষণা ছাড়াই তিনি অ্যাসেম্বলি চলাকালীন স্কুলটিতে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সংগীতে অংশ নেন। এর পর তিনি ক্লাস রুমে বসে শিক্ষার্থীদের পাঠদান দেখেন।

এ সময় মন্ত্রী ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন তৈরিতে অনুদানের ঘোষণা দেন।

এরপর শিক্ষামন্ত্রী যান কক্সবাজার সরকারি কলেজে।
পরিদর্শনকালে তার সঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, কক্সবাজারের বাসিন্দা ক্যামব্রিয়ান কলেজের ছাত্র রায়হান মৃত্যুর রহস্য উৎঘাটনে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, বিষয়টি তিনি খোঁজ-খবর নিচ্ছেন। ঢাকায় ফিরে ব্যবস্থা গ্রহণ করবেন।


রাজধানীর ঢাকার ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে জাহিদুল ইসলাম রায়হান নামে কক্সবাজারের এক ছাত্রের মৃত্যু হয়।

১৭ অক্টোবর সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রটি আত্মহত্যা করেছে বলে দাবি করলেও ছাত্রের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।