ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি উপাচার্যের সঙ্গে মার্কিন গবেষকের সাক্ষাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
জাবি উপাচার্যের সঙ্গে মার্কিন গবেষকের সাক্ষাত

ঢাকা: ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর সহযোগী অধ্যাপক ড. লিসা জোনস্ এনজেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণি শাখায় ফুলব্রাইট স্কলারশিপ ফেলো হিসেবে যোগ দিয়েছেন।

তিনি আগামী ৫ মাস অধ্যাপক ড. মোস্তফা ফিরোজের সঙ্গে বিপন্নপ্রায় বন্যপ্রাণি এবং বন্যপ্রাণি থেকে মানব দেহে জীবাণু সংক্রমণের ধারা বিষয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করবেন।


 
ড. লিসা জোনস্ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সকাল ১১টায় উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ড. লিসা জোনস্ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাকে ফুল ব্রাইট ফেলোশিপের সুযোগ দেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান।

পাশাপাশি গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ায় উপাচার্য তাকে ধন্যবাদ জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।