ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়।



সংশ্লিষ্টরা বলছেন, দেশের সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন। তবে শিক্ষার্থীদের পরীক্ষায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য তিনি হলে প্রবেশ করেন নি।

এবার দেশের সরকারি-বেসরকারি মিলে ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ হাজার ২৯৯ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এরমধ্যে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৬৯হাজার ৪৭৭ পরীক্ষার্থী। এই হিসেবে প্রতি আসনে ৭ জন ভর্তিচ্ছু ভর্তিযুদ্ধে লড়ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীকে ৪০ নম্বর পেতে হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম করা হয়েছে।

‘ডিজিটাল জালিয়াতি’ ঠেকাতে ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর, ব্লু টুথ ডিভাইস ও হাত ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

** মেডিকেলের ভর্তি পরীক্ষা চলছে

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।