ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
বরিশালে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সম্পন্ন ছবি: ফাইল ফটো

বরিশাল: বরিশাল মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস এর ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরিশালে ভর্তি পরীক্ষা দুটি কেন্দ্রে (শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজির (আইএইচটি) একাডেমিক ভবনে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে।



২০১৪-১৫ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ২৪৯টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৫৯ জন।

এরমধ্যে পরীক্ষায় ১ হাজার ৯৪৭ জন অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছের শের-ই-বাংলা মেডিকেল কলেজ’র ছাত্র শাখার প্রধান সহকারী রনি।

তিনি জানান, ২০১৩-১৪ অর্থ বছরের তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা বেশি ছিল। এবছর এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অন লাইনের মাধ্যমে আবেদন করেছেন ২ হাজার ৫৯ জন।

তিনি জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজে আসন সংখ্যা ২৪৯টি। যার মধ্যে ১৯৭টি এমবিবিএস এবং ৫২টি বিডিএস (ডেন্টাল)।

পরীক্ষকও প্রশাসনের লোকজনের উপস্থিতিতে সুষ্ঠুভাবে কেন্দ্র দু’টিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. সাব্বির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।