ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালে জেএসসি-জেডিসি’র পরীক্ষা পেছাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
হরতালে জেএসসি-জেডিসি’র পরীক্ষা পেছাল ফাইল ফটো

ঢাকা: জামায়াতের ডাকা দু’দফায় ৭২ ঘণ্টার হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) দু’দিনের পরীক্ষা পেছানো হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা।



মানবতাবিরোধী অপারাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দেওয়ার প্রতিবাদে বৃহস্পতি, রোব ও সোমবার হরতাল ডেকেছে দলটি।

রোববার জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা হওয়ার কথা ছিল।
 
এছাড়া সোমবার (৩ নভেম্বর) জেএসসিতে বাংলা দ্বিতীয়পত্র, জেডিসিতে আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা হওয়া কথা।

জেএসসিতে ২ নভেম্বরের বাংলা প্রথমপত্র পরীক্ষা ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আর ৩ নভেম্বরের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জেডিসিতে ২ নভেম্বরের কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকেঅনুষ্ঠিত হবে।

আর ৩ নভেম্বরর আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মিন্টো রোডের বাসায় শিক্ষাসচিব নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, আমরা চেয়েছিলাম পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষার হলে যাক, এজন্য অনেক আগেই পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল।

আমরা প্রত্যাশা করছিলাম শিক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে যাক, আমরা অপেক্ষা করছিলাম হরতাল প্রত্যাহার করা হবে। কিন্তু ২১ লাখ পরীক্ষার্থী উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে পরীক্ষা দেওয়া কঠিন হবে এজন্য পরীক্ষা পেছানো হলো।

জেএসসি-জেডিসিতে এবার মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন।

সংবাদ সম্মেলনে ঢাকা শিক্ষা বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান তাসলিমা বেগম, নব নিযুক্ত চেয়ারম্যান দিলারা হাফিজ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।