ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিইউতে চালু হচ্ছে থ্রিডি প্রিন্টার ল্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
বিইউতে চালু হচ্ছে থ্রিডি প্রিন্টার ল্যাব ছবি: সংগৃহীত

ঢাকা: থ্রিডি (ত্রিমাত্রিক) প্রিন্টার ল্যাবরেটরি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা সহজে গবেষণা ও শিক্ষা নিতে পারবে।


 
আগামী শনিবার( ১ নভেম্বর’২০১৪) তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এর উদ্বোধন করবেন।
 
তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে একবিংশ শতাব্দীর সেরা উদ্ভাবনের মধ্যে থ্রিডি প্রিন্টার অন্যতম। ভাবনাকে বাস্তবে রূপ দেয় থ্রিডি প্রিন্টার।

থ্রিডি প্রিন্টার এমন একটি ডিভাইস যার মাধ্যমে ডিজিটাল মডেল থেকে বাস্তব বস্তুর যেকোনো আকৃতির একটি ত্রিমাত্রিক বস্তু তৈরি করতে পারে। অত্যন্ত কম সময় ও শতভাগ নিখূঁতভাবে ত্রিমাত্রিক রেপ্লিকা তৈরি করে বলে থ্রিডি প্রিন্টার সুনাম রয়েছে। তবে এটি বেশ ব্যয় বহুল।
 
এ বিষয়ে বিইউ ডেপুটি রেজিস্টার সোহেল আহসান নিপু বাংলানিউজকে বলেন, দেশে প্রথমবারের মতো আমরাই নতুন এ প্রযুক্তি সংযোজন করতে যাচ্ছি। শিক্ষার্থীরা অল্প সময়ে নিখূঁত কাজ ও গবেষণা করতে পারবেন। প্রাথমিকভাবে চীন থেকে তিনটি প্রিন্টার আনা হয়েছে। ভবিষ্যতে আরো বাড়ানো হবে। ’
 
সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ে থ্রিডি প্রিন্টার ব্যবহৃত হয়। থ্রিডি প্রিন্টার বেশি ব্যবহৃত হয় চিকিৎসা ক্ষেত্রে। হাড় ও কৃত্রিম অঙ্গ তৈরি বেশি ব্যবহৃত হয়।
 
ফটোটাইপ, আর্কিটেকচারাল মডেল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য উপকরণ, খেলনা, মডেল টাউন, রেপ্লিকা, মাইক্রোবায়োলজিকার ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইটেরিয়া, ভাইরাসের মডেল তৈরিসহ অসংখ্য কাজে এটি ব্যবহৃত হয়।

থ্রিডি প্রিন্টারে মেশিন প্রোপার, কম্পিউটার ও ত্রিমাত্রিক ছবি তোলার জন্য একটি ক্যামেরা বা স্ক্যানার থাকে। যে বস্তুটিকে প্রিন্ট করা হবে প্রথমে স্ক্যানার এর সাহায্যের তার একটি ত্রিমাত্রিক ছবি তোলা হয়।
 
বস্তুটির সব দিক ঘুরিয়ে সব খুটিনাটি অংশ ক্যামেরায় ধরা পরে। এবার এই ইমেজটিকে কম্পিউটারে প্রসেস করা হয়। কম্পিউটারে ইচ্ছামত এডিটও করা যায়।
 
যেমন আকার পরিবর্তন, কোন অংশ বাদ দেয়া বা সংযোজন বা রঙ পরিবর্তন, ইত্যাদি। এবার প্রসেসিং শেষে প্রিন্ট দিলেই মেশিন প্রপারে রাখা মেটেরিয়ালের সাহায্যে বস্তুটির একটি বাস্তব রেপ্লিকা তৈরী হয়ে যায়।
 
অর্থাৎ যদি কোন মানুষের ত্রিমাত্রিক ছবি তোলা হয় তবে এই প্রিন্টার তার একটি ত্রিমাত্রিক কপি তৈরি করে দেবে কয়েক মিনিটের মধ্যেই।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।