ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালে সেশনজট শঙ্কায় গণ বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
হরতালে সেশনজট শঙ্কায় গণ বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে হরতালের কারণে বন্ধ রয়েছে সব ক্লাস-পরীক্ষা। এতে সেশনজটের আশঙ্কায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের চার হাজার শিক্ষার্থী।



ক্লাস-পরীক্ষা ও একাডেমিক সব ধরনের কার্যক্রম হরতালের কারণে স্থবির হয়ে পড়ছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই সেমিস্টার পদ্ধতির শিক্ষার্থীরা পিছিয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে চলছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। একের পর এক পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দেখা দিচ্ছে চরম সিডিউল বিপর্যয়। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা দ্রুত শেষ করতে টানা পরীক্ষা বা বন্ধের দিনে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে।   

হরতালের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় অন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায়।

এ বিষয়ে  মাক্রো বায়োলজি বিভাগের শিক্ষার্থী  খালেদ হাসান বাংলানিউজকে বলেন, আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল আরও দেড় মাস আগে। কিন্তু গত জাতীয় নির্বাচনের সময় টানা হরতালের কারণে আমরা অনেক পিছিয়ে পড়ি। এবারও আমাদের পিছিয়ে পড়তে হবে।

বেশিরভাগ শিক্ষার্থী হরতাল প্রত্যাহারের কথা বলেছেন। হরতালে পরীক্ষা স্থগিত থাকা অযৌক্তিক। এটা রাজনৈতিক ব্যাপার রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত বলে মনে করেন তারা।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।