ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ডিন নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থিদের ভরাডুবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
ঢাবি ডিন নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থিদের ভরাডুবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিন নির্বাচনে  সরকার সমর্থক নীল দলের প্রার্থীদের কাছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ভরাডুবি হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ১০টি অনুষদের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছেন নীল দলের শিক্ষকরা।

বাকি দুই অনুষদে সাদা দল জয় পেয়েছে।

ভোট গণনা শেষে এদিন বিকেলে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ১ হাজার ২৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

নীলদলের বিজয়ীরা হলেন, কলা অনুষদে ড. মো. আখতারুজ্জামান, বিজ্ঞান অনুষদে ড. মো. আ. আজিজ, ব্যবসায় শিক্ষা অনুষদে ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদে ফরিদ উদ্দিন আহমেদ, জীব বিজ্ঞান ড. মো. ইমদাদুল হক, চারুকলা অনুষদে নিসার হোসেন এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ড. রফিকুল ইসলাম।

এছাড়া আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্স অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীলদলের ড. এএসএম মাকসুদ কামাল নির্বাচিত হয়েছেন।
সাদা দল থেকে নির্বাচিত হয়েছেন, আইন অনুষদে ড. তাসলিমা মনসুর এবং ফার্মেসি অনুষদে ড. মো. সাইফুল ইসলাম।

ভরাডুবির কারণ জানতে চাইলে সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিন বাংলানিউজকে বলেন, আমাদের প্রার্থীরা অপেক্ষাকৃত নতুন এবং কম পরিচিত ছিলেন। ফল এমন হওয়ার এটা একটা কারণ হতে পারে।

এছাড়া গত কয়েক বছরে দলীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়ায় নীল দলের ভোটার সংখ্যা অনেক বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে সবকিছুর পরও শিক্ষকরা যোগ্য প্রার্থীদেরই ডিন হিসেবে নির্বাচিত করেছেন বলেও মনে করেন কলা অনুষদের সাবেক এই ডিন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।