ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাক-প্রাথমিক শিক্ষা

সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, ছয় হাজার ৯৩৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।



চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

এছাড়া ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.mopme.gov.bd) পাওয়া যাবে বলে জানান রবীন্দ্রনাথ রায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৩ সালের ১ জুলাই বিজ্ঞাপনের আলোকে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ৬৮ হাজার ১২৭ জন।

এর মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ২০ হাজার ৪৭৯ জন উত্তীর্ণ হন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।