ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে শান্তিপূর্ণভাবে শেষ হলো জেএসসির প্রথম পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
রাজশাহীতে শান্তিপূর্ণভাবে শেষ হলো জেএসসির প্রথম পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুক্রবার সকাল ১০টা থেকে শান্তিপূর্ণভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা নিয়ে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় জেএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে এবারে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার রাজশাহী বোর্ডের ৮ জেলার ৩ হাজার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৪ হাজার ৭৭৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৮৩ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ২১১টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য গঠন করা হয়েছে ৮৫টি ভিজিলেন্স এবং ৩টি ঝটিকা টিম। সকালে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুর রউফ মিয়া মহানগরীর কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

চেয়ারম্যান আবদুর রউফ মিয়া বাংলানিউজকে জানান, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার সকাল থেকে জেএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি নিজে মহানগরের বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করছেন। এছাড়া বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্কুল পরিদর্শন করছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।