ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালে শিক্ষা বাধাগ্রস্ত হয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
হরতালে শিক্ষা বাধাগ্রস্ত হয় ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘হরতাল দিলে শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীরা বিপাকে পড়ে, তাদের মন ভেঙ্গে যায়।

শিক্ষাকে গুরুত্ব দিলে হরতাল দেওয়া ঠিক হবে না।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষা পরিদর্শনের সময় এসব কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) মো. শফিকুর রেজা বিশ্বাস।

তিনি বলেন, হরতাল মানেই আতঙ্ক। শিশু ও কিশোরদের জন্য এটা আরও বেশি আতঙ্কের কারণ। তাছাড়া হরতালের কারণে বার বার পরীক্ষার সময়সূচি পেছালে ছাত্রছাত্রীরা অপ্রস্তুত হয়ে যায়। তখন তাদের পরীক্ষার প্রস্তুতি বাধাগ্রস্ত হয়। পরীক্ষা সামনে রেখে সব অভিভাবক ও পরীক্ষার্থীদেরও একটা পরিকল্পনা থাকে। যখনই হরতাল ডাকা হয়, তখন পরীক্ষা কার্যক্রম পেছানো হয়। এতে ছাত্রছাত্রীদের পরিকল্পিত পড়াশুনায় বিঘ্ন ঘটে।     

১৯টি কেন্দ্রে জেডিসি এবং ৩৭টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় মোট ৪৩ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে জেডিসিতে ছাত্র রয়েছে ৫ হাজার ২৮৫ জন এবং ছাত্রী রয়েছে ৪ হাজার ৮৩৭ জন। জেএসসিতে ছাত্র রয়েছে ১৬ হাজার ৬৫৬ এবং ছাত্রী রয়েছে ১৬ হাজার ৫৯৯ জন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।