ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুই বছর ধরে বন্ধ পবিপ্রবির কেন্দ্রীয় ক্যান্টিন

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
দুই বছর ধরে বন্ধ পবিপ্রবির কেন্দ্রীয় ক্যান্টিন

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় ক্যান্টিন প্রায় দুই বছর ধরে বন্ধ আছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীদের।



ক্যান্টিন ইজারাদার মোঃ সোহাগের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরোধের জেরে ২০১৩ সালের ২২ জানুয়ারি ক্যান্টিনে ভাঙচুর চালানো হয়। এতে ক্যান্টিনের ব্যাপক ক্ষতি হয়। ওই ঘটনার পর ক্যান্টিন বন্ধ হয়ে যায়।

এদিকে ক্যান্টিন সুবিধা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে ৬ষ্ঠ সেমিস্টারের  ছাত্র মাহবুব নাহিদ ও তাজিন বলেন, ক্যান্টিন না থাকায় আমাদের দূরে গিয়ে নাস্তা করতে হয়। ফলে অনেক সময় সময়মতো ক্লাসের উপস্থিত হতে পারি না।

৮ম সেমিস্টারের শিক্ষার্থী সঞ্চি ও ইমা বলেন, ক্যান্টিনে আমরা খাবার কম দামে পেতাম । ফলে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হতো কিন্তু গত দুই বছর ধরে আমরা এ সুবিধা হতে বঞ্চিত।

ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও ক্যান্টিন খোলার ব্যাপারে কর্তৃপক্ষ তেমন কোন উদ্যোগ নেয়নি বলে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ। তবে শিক্ষার্থীরা অবিলম্বে ক্যান্টিনটি যেন চালুর দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।