ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার ইউল্যাবে পিঁপড়াবিদ্যার মুক্ত আলোচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
শনিবার ইউল্যাবে পিঁপড়াবিদ্যার মুক্ত আলোচনা

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মাস্টার্স ইন কমিউনিকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র পিঁপড়াবিদ্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
 
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


 
এতে প্রধান অতিথি হিসেবে পিঁপড়াবিদ্যার পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এছাড়াও আরো উপস্থিত থাকবেন চলচ্চিত্রটিতে অভিনয় করা নায়ক নূর ইমরান মিঠু, শিনা চৌহান, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, সাব্বিরসহ কাজ করা পুরো শুটিং ইউনিট।
 
এই মুক্ত আলোচনা অনুষ্ঠানে পিঁপড়াবিদ্যার নির্মাণ শৈলী ও ক্যামেরার পেছনের নানা গল্প নিয়ে মুক্ত আলোচনা করা হবে। এতে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাসহ আরো অন্য বিভাগের শিক্ষার্থীরাও। আর এ অনুষ্ঠানটির সঞ্চলনায় থাকছেন ইউল্যাবের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সুমন রহমান।
 
মোস্তফা সরয়ার ফারুকীর পিঁপড়াবিদ্যা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গত ২৪ অক্টোবর। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ইতোমধ্যে পিঁপড়াবিদ্যা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। চলচ্চিত্রের ‘লেজে রাখা পা’ শিরোনামে গানটি বেশ জনপ্রিয় হয়েছে।
 
পিঁপড়াবিদ্যা চলচ্চিত্রটি দুবাই চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয়। এরপর ছবিটি সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মোহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড ও ডালাস এশিয়ান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।