ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে ষষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
খুবিতে ষষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনে ষষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৪ এর দিনব্যাপী খুলনা অঞ্চলের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই উৎসব হয়।



শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. ইসমত কাদির, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন (ঢাবি), প্রফেসর ড. আসাদুজ্জামান (রাবি), উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. রফিকুল ইসলামসহ অমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে শেষ হয়।

গণিত অলিম্পিয়াডে খুলনা অঞ্চলের বিভিন্ন স্নাতক পর্যায়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

পরে এক নম্বর একাডেমিক ভবনে এক আলোচনা সভা হয়। আহবায়ক গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সভ্যতার উন্মেষ পর্ব থেকে গণিতের সঙ্গে সম্পর্ক লক্ষ্য করা যায়। জ্যোতির্বিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের সব স্তরের সঙ্গে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। গণিতের সঙ্গে জীবনের সবক্ষেত্র ওৎপ্রতভাবে জড়িত।   প্রকৃতপক্ষে গণিত এমন একটি বিষয় যার প্রয়োজন দৈনন্দিন ও সব কিছুর মধ্যে রয়েছে। এই বিশ্বমণ্ডল চলে নিয়মানুযায়ী। এই যে নিয়মানুবর্তীতা এটাই গণিতের প্রধান বিষয়। তাই সভায় গণিত শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে গণিতসেবীদের কার্যক্রম আরও জোরদারের আহবান জানানো হয়। পরে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের কয়েকজন খ্যাতিমান গণিতবিদ গণিতের বর্তমান অগ্রগতি ও বিভিন্ন সফলতা নিয়ে আলোচনা করেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, নতুন ও পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময় : ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।