ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষককে কুপিয়ে হত্যা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
রাবি শিক্ষককে কুপিয়ে হত্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।



পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বিকেল ৪টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাবির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দপাই এলাকা দিয়ে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন শফিউল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

** রোববার রাবিতে শিক্ষকদের ক্লাস-পরীক্ষ‍া বর্জন

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪/আপডেট: ১৬৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।