ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বহিরাগত ঠেকাতে বাকৃবিতে ক্লাস বর্জন অব্যাহত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
বহিরাগত ঠেকাতে বাকৃবিতে ক্লাস বর্জন অব্যাহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১৯ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।  
 
দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি’র সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষার্থী রিয়াদ, রিপন, আকরাম, এনাম, মারুফ, অনিক, মিথুন প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েনের দাবি জানান।  
 
এদিকে, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ছাত্রদের আড্ডার স্থান কে আর মার্কেটের বেশ কয়েকটি দোকানে পান-সিগারেট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ হিসেবে দেখানো হয়েছে, ওই সকল দোকানে বসার বেঞ্চ থাকায় বহিরাগতরা প্রায়ই সেখানে বসে পান-সিগারেট খায়।  
 
এ বিষয়ে ভুক্তভোগী দোকানি জুয়েল জানান, মার্কেটে বেচা-বিক্রি বলতে সিগারেটটাই বেশি বিক্রি হতো। কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে। দোকান না চললে না খেয়ে থাকতে হবে।  
 
এদিকে, বহিরাগত ঠেকাতে শুধুমাত্র পান-সিগারেট বিক্রি বন্ধ করা ছাড়া গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।  
 
এ ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন এবং সাহস হীনতার পরিচয় বলে অভিহিত করে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীদের আড্ডার জায়গা গুলো বন্ধ করে দিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  
 
অথচ বহিরাগতদের হামলার ১১ দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে পারেনি। এমনকি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না সে সম্পর্কেও তেমন কিছুই জানানো হয়নি বলে জানায় শিক্ষার্থীরা।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, প্রতিদিন সন্ধ্যায় বহিরাগতরা ওই সব দোকানে জড়ো হয়ে বেঞ্চ বসে চা, পান, সিগারেট খায়। তাই ওই সব দোকানে বসার বেঞ্চ সরিয়ে দেওয়া হয়েছে।  
 
ক্লাস শুরুর ব্যাপারে প্রক্টর জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যে সব ঠিক হয়ে যাবে।  
 
শিক্ষার্থীদের অভিযোগ মিথ্যা দাবি করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত আছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।