ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি শিক্ষার্থীদের ৫ দফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
বেরোবি শিক্ষার্থীদের ৫ দফা

রংপুর: শিক্ষক সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করেন।



শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভাগের শিক্ষক সংকট ও লাইব্রেরিতে বইয়ের ‍অভাব রয়েছে। কিন্তু এ বিষয়ে বারবার আবেদন জানিয়ে এলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন ও মোসাফফিয়ারা পারভীন বাংলানিউজকে বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও নানা সমস্যা নিয়ে  চলছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে সাত জনের বেশি শিক্ষক থাকলেও এই বিভাগে মাত্র চার জন শিক্ষক আছেন। ফলে নিয়মিত ক্লাস করা সম্ভব হচ্ছে না। এতে সেশনজটসহ বিভাগীয় কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এরমধ্যে গত ৯ নভেম্বর থেকে বিভাগীয় প্রধান না থাকায় শিক্ষার্থীদের সমস্যা আরও প্রকট হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন শেষে পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পাঁচ দফা হচ্ছে- দুই দিনের মধ্যে বিভাগীয় প্রধানের পদ পূরণ করা, অবিলম্বে শিক্ষক নিয়োগ দিয়ে সেশনজট দূরীকরণের ব্যবস্থা করা, কেন্দ্রীয় লাইব্রেরিতে বইয়ের ব্যবস্থা করা, বিভাগীয় সেমিনার লাইব্রেরি চালুর ব্যবস্থা করা এবং বিভাগের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।