ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এশিয়া প্যাসিফিকে শিক্ষার্থীদের ভিসি লিস্ট অ্যাওয়ার্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
এশিয়া প্যাসিফিকে শিক্ষার্থীদের ভিসি লিস্ট অ্যাওয়ার্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০১৪ এর সেমিস্টার পরীক্ষায় রেকর্ড ফলাফলধারী শিক্ষার্থীদের ভিসি অনার পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (ডিসেম্বর ৪) ইউএপির গ্রিন রোডের সিটি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



ইউএপি উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. এম আর কবির, ড. মোহাম্মাদ শাহ আলম, রেজিস্ট্রার আব্দুল মজিদ প্রমুখ।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, দক্ষতা ব্যক্তি জীবনে প্রয়োজন কিন্তু সামাজিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ক্যাম্পাসের বাইরে অর্জন করা সম্ভব।

তিনি দেশের উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদেরকে জ্ঞানের পুরোপুরি ব্যবহার করার পরামর্শ দেন।

৮ বিভাগ থেকে মোট ১৪১ শিক্ষার্থী এই সনদপত্র পান। এর আগে বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে ডিন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।