ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  
 
শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

 
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুদ্দীন পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। পরে, এক সাংবাদিক সম্মেলনে পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে তিনি সন্তোষ  প্রকাশ করেন।
 
এ বছর বিভিন্ন অনুষদের মোট ৬১৭ আসনের বিপরীতে ১১ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।  
 
এর মধ্যে, ‘এ’ ইউনিটে ৪৬৮টি আসনের বিপরীতে ৫ হাজার ১৭৭ জন, ‘বি’ ইউনিটে ৮৩টি আসনের বিপরীতে ২ হাজার ৯১৪ জন এবং ‘সি’ ইউনিটে ৬৬টি আসনের বিপরীতে ৩ হাজার ৪৬৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।