ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

শিক্ষা

কে নেবে ৫৭ পরীক্ষার্থীর দায়িত্ব !

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
কে নেবে ৫৭ পরীক্ষার্থীর দায়িত্ব !

বগুড়া: শিক্ষা বোর্ডের কারণে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে বগুড়ার ছয় বিদ্যালয়ের ৫৭ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা। এসব শিক্ষার্থীরা মাধ্যমিকে বেসিক ট্রেড (কোড ১৩৫) পড়লেও ভুলক্রমে তাদের রেজিস্ট্রেশন কার্ডে কৃষি শিক্ষা (১৩৪) চলে এসেছে।



এ বিষয়ে দফায় দফায় শিক্ষাবোর্ডের সঙ্গে কথা বলে অদ্যবধি কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অভিভাবকরা। এখন চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে বেসিক ট্রেডের এসব পরীক্ষার্থীরা।

বিদ্যালয়গুলোর মধ্যে শাজাহানপুর উপজেলার ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের ১৯ জন, বেজোড়া দক্ষিণ পাড়া উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের ৪ জন, দাড়িগাছা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৩ জন, চুপিনগর উচ্চ বিদ্যালয়ের ৫ জন এবং সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ১০ পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুল ধরা পড়েছে।

অভিভাবকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিষয়টি নিয়ে অনেকবার কথা বলেছেন শিক্ষাবোর্ডে। শিক্ষাবোর্ড পরীক্ষার আশ্বাস দিয়ে শুধু সময় অতিবাহিত করছেন। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা। এমন চিন্তায় ছেলেমেয়েরা তাদের লেখাপড়ার স্বাভাবিক মনোবলও হারিয়ে ফেলেছেন।

ফলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী রাসেল, আব্দুন নুর, অন্তরা, আসমা, রিমা, তানিয়া ও  আঞ্জুয়ারা জানায়, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বা বোর্ডের মহাপরিচালকের সন্তানরা যদি সমস্যায় পড়তো, তাহলে তারা বুঝতেন, কেমন কষ্ট লাগে।

ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইন্সট্রাকটর আব্দুল মালেক মিঞা বাংলানিউজকে জানান, শিক্ষাবোর্ডের সিলেবাস অনুযায়ী তারা শিক্ষার্থীদের পাঠদান করিয়ে আসছেন। এতদিন পড়ে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে শিক্ষাবোর্ড তাদের সিদ্ধান্ত বদলালে এটা অত্যন্ত দু:খজনক হবে। এটি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও ঠিক নয়, আইনগতভাবেও ভাবেও ঠিক নয়।    

বাংলাদেশ সময়:  ২০৫৫ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।