ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে প্রথম বর্ষে ভর্তি বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
রুয়েটে প্রথম বর্ষে ভর্তি বৃহস্পতিবার

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি প্রক্রিয়া বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শামছুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বিইউআরপি বিভাগের জন্য মেধা তালিকায় ০১ থেকে ৬৯০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

আর স্থাপত্য বিভাগের জন্য মেধা তালিকায় ০১ থেকে ৩০ পর্যন্ত ছাত্র-ছাত্রী এবং সংরক্ষিত আসনে পাঁচজন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

ভর্তির সময় ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডা‌উনলোড করে নিতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইট www.ruet.ac.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ