ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, ডিসেম্বর ২৫, ২০১৪
নোবিপ্রবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৪-১৫ সেশনের ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ ডিসেম্বর)।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



তবে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যেক পরীক্ষার্থীকে এইচএসসি বা সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ডের দুইকপি সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সঙ্গে আনতে হবে। অন্যথায় পরীক্ষা গ্রহণ করা হবে না।

এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় প্রশাসনের পক্ষ থেকে কাজ করবে ২৩টি ‘ভিজিলেনস টিম’ ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ‘স্বেচ্ছাসেবক টিম’।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।