ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের হাতে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার অভিযোগে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে অনুষদীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



১২ জানুয়ারি মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা ছাত্রলীগের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ এনে বিচারের দাবিতে টানা দশ দিন ওই অনুষদের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

পরবর্তীতে বুধবার অনুষদীয় সাধারণ সভায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও ওই ছাত্রলীগ কর্মীদের বিচার না করা পর্যন্ত অনির্দিষ্টকাল ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে অনুষদের শিক্ষকরা।

সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া।

এদিকে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. আলী আকবর বলেন, সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য আরও সময় লাগবে। তবে খুব শিগগিরই প্রতিবেদন প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।