ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শীতার্তদের পাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
শীতার্তদের পাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাব

ঢাকা: প্রতি বছরের মত এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাব ।

২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশের শীতার্ত অঞ্চল হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের রংপুর, সৈয়দপুর ও নীলফামারীর বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার পরিবারের মধ্যে গরম কাপড় ও কম্বল বিতরণ করেন ক্লাবের সদস্যরা।



এর আগে প্রায় একমাস ‘উইন্টার ক্লথিং ড্রাইভ’ শীর্ষক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও ক্লাবের সদস্যদের নিজস্ব উদ্যোগে গরম কাপড় ও কম্বল সংগ্রহের কাজ চলে।

এ ব্যাপারে ক্লাবের প্রেসিডেন্ট ফাহিম আশরাফ রেহান বলেন, ‘সমাজের বিত্তবানরা সমন্বিতভাবে এগিয়ে এসে শীতার্তদের পাশে দাঁড়ালে তাদের আরও ভাল ভাবে সাহায্য করা ছাড়াও তাদের জীবন মানের উন্নয়ন ঘটানো সম্ভব। ’

বাংলানিউজকে রেহান জানান, বর্তমানে প্রায় দুই’শ সদস্য এই ক্লাবের সাথে কাজ করে যাচ্ছেন। ক্লাবটি বছরের বিভিন্ন সময় সমাজসেবামূলক আরও নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।