ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিকৃবিতে অনার্স প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি ২৭ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সিকৃবিতে অনার্স প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি ২৭ ডিসেম্বর

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে অনার্স প্রথম বর্ষের লেভেল-১ সেমিস্টার-১’র (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা তালিকা থেকে ভর্তি ২৭ ডিসেম্বর শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।



এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) সিকৃবি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সিকৃবির ছয়টি অনুষদের অধীনে ৫ হাজার ৩৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
 
পরে ওইদিন রাতেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে মোট ৩৮১ জনের মেধা তালিকা, ৪০ জনের সংরক্ষিত, ৩৭৯ জনের অপেক্ষমাণ ও ৩৪ জনের সংরক্ষিত আসনের অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়।

ভর্তি কমিটি সূত্র জানায়, মেধাতালিকা থেকে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ২৭ ডিসেম্বর রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে স্থাপিত বুথে ভর্তিচ্ছু অনুষদের পছন্দক্রমসহ রিপোর্ট করতে হবে। উক্ত তারিখ নির্ধারিত সময়ের পর আর কোনো রিপোর্টিং গ্রহণ করা হবেনা।
 
রিপোর্টদের মেধাক্রম অনুসারে স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার ও ভর্তি ওইদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে।
 
এছাড়া অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনে (যদি থাকে) ভর্তি আগামী ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে একই স্থানে শুরু হবে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sau.ac.bd পাওয়া যাবে।

বাংলাদেশ সময়:  ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।