ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবার পুরস্কার গ্রহণ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবার পুরস্কার গ্রহণ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ২টি ইভেন্টে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা প্রাপ্ত চ্যাম্পিয়ন ট্রফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির সিটি অফিসে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের কাছে হস্তান্তর করেছেন।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক বিবৃতিতে সোমবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

অর্জিত এ সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হারুন-অর-রশিদ খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।