ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অতিরিক্ত ফি’র প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
অতিরিক্ত ফি’র প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে সার্ক ইন্টারন্যাশনাল কলেজে উচ্চ মাধ্যমিকের ফরমপূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে  এ কর্মসূচি পালন করা হয়।



শিক্ষার্থীরা জানান, গত ১৫ ডিসেম্বর থেকে কলেজের উচ্চ মাধ্যমিকের ফরম পূরণ শুরু হয়েছে। বিলম্ব ফি ছাড়াই ৩০ ডিসেম্বর পর্যন্ত তা চলবে।
কিন্তু অন্য বেসরকারি কলেজগুলো উচ্চ মাধ্যমিকে ফি বাবত ১ হাজার ৫০০ টাকা নিলেও সার্ক কলেজ গলাকাটা ফি আদায় করছে।

কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৮০০ মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৮ হাজার ৯০০ টাকা ফি আদায় করছে বলে জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ফি কমানোর বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। আমরা অতিরিক্ত বন্ধের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এনইউ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।