ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের সেমিনার অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বশেমুরবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের সেমিনার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আধুনিক বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে পরিসংখ্যানের ভূমিকা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বশেমুরবিপ্রবির পরিসংখ্যান বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় বেলা ১২টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।


 
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো. কামাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দীন। বিশেষ বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড’র পরিসংখ্যান বিভাগের প্রফেসর শাহাজান খান।

সেমিনারে আধুনিক সমাজ গঠনে পরিসংখ্যান বিষয়ের গুরুত্ব তুলে ধরে প্রজেক্টরে একটি প্রজেন্টেশন দেখানো হয়। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা সেমিনারে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।