সিলেট: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। ৯৩ দশমিক ৫৯ শতাংশ পাসের হার নিয়ে এবার সিলেট শিক্ষা বোর্ডের অবস্থান চারে।
চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট ১ লাখ ২৬ হাজার ৯শ’ ৯১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১৮ হাজার ৮শ’ ৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯শ’ ৫৬ জন শিক্ষার্থী।
যেখানে ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় ১ লাখ ৯ হাজার ৪শ’ ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১ লাখ ২শ’ ৫৫ জন। গত বছর পাসের হার ছিল ৯১ দশমিক ৫৭ এবং ৪ হাজার ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
পাসের হার ও জিপিএ-৫’র পাশাপাশি বেড়েছে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। এবার বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২১৭ প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। গতবছর শতভাগ পাস করেছিল ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কেউ পাস করতে পারেনি এমন স্কুল নেই।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান ২০১৫ সালের জেএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন।
এবারের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্ঠায় এমন ফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ফলাফল বিশ্লেষনে দেখা যায়, গতবারের তুলনায় এবারও সিলেট বোর্ডে পাসের হারে ছেলেরা সামান্য এগিয়ে রয়েছে। এবার ৫৫ হাজার ৩শ’ ৬ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫১ হাজার ৮শ’ ৬৬ জন। ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৭৮ ভাগ।
অন্যদিকে ৭১ হাজার ৬শ’ ৮৫ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৬ হাজার ৯শ’ ৮৬ জন। মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৪৫ ভাগ।
তবে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। এবার ৪ হাজার ৯শ’ ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের ২ হাজার ২শ’ ৬৯ জন ছেলে এবং ২ হাজার ৬শ’ ৮৭ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
এদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ২ হাজার ৪শ’ ২৯ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৫৮ জন, সুনামগঞ্জ জেলায় ৫শ’ ২৬ জন ও মৌলভীবাজার জেলায় ৯শ’ ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ‘এ’ গ্রেডে ২৯ হাজার ৮৯৪ জন, ‘এ’ মাইনাস গ্রেডে ২৭ হাজার ১৫ জন, ‘বি’ গ্রেডে ২৪ হাজার ১৭ জন, ‘সি’ গ্রেডে ২৭ হাজার ৬১ ও ‘ডি’ গ্রেডে ১ হাজার ৯১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এছাড়া ৮ হাজার ১৩৫ জন শিক্ষার্থী অকৃতকার্য ও ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় পাসের হার ৯৬.২২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ হাজার ১২২ জনের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৪৫২ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪২৯ জন।
হবিগঞ্জ জেলায় পাসের হার ৯৪.৫৫ শতাংশ। এ জেলায় ২৫ হাজার ৪১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪ হাজার ৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৮ জন।
মৌলভীবাজার জেলায় পাসের হার ৮৯.২০ শতাংশ। এ জেলায় ২৯ হাজার ৮৫৫ জন পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে ২৬ হাজার ৬৩০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪৩ জন।
সুনামগঞ্জ জেলায় পাসের হার ৯৩ দশমিক ২৭। ২৭ হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৫ হাজার ৭৪৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২৬ জন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৩.৫৯। গতবারে পাসের হার ছিলো ৯১.৫৭।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এএএন/জেডএস