ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিইসিতে রেকর্ড জিপিএ রেসিডেন্সিয়ালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিইসিতে রেকর্ড জিপিএ রেসিডেন্সিয়ালে ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) জিপিএ-৫ এর রেকর্ড গড়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। শিক্ষা প্রতিষ্ঠ‍ানটির শতভাগ শিক্ষার্থী পাস করেছে প্রাথমিক সমাপনী পরীক্ষায়।



এছাড়াও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ কমলেও পাস করেছে শতভাগ শিক্ষার্থী।
 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান বাংলানিউজকে এসব তথ্য জানান।
 
তিনি জানান, পিইসিতে এ বছর বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২৮৫ জন ছাত্র অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৮২ জন। যেখানে গতবছর ৩০১ জন অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৩শ’ শিক্ষার্থী।
 
অধ্যক্ষ বলেন, পিইসিতে বাংলা মাধ্যমে ১৮৭ জনের মধ্যে ১৮৫ জন ও ইংরেজি ভার্সনে ৯৮ জনের মধ্যে ৯৭ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
 
জেএসসি সম্পর্কে অধ্যক্ষ বলেন, জেএসসিতে এবার ৩৯৮ জন ছাত্র অংশ নিয়েছে। এর মধ্যে শতভাগ পাস করলেও জিপিএ-৫ পেয়েছে ৩৪৮ জন ছাত্র।

আগামীতে জেএসসিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আরও ভালো করবে বলেও আশা করেন তিনি।

একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা, পাঠদান, মনিটরিং, মডেল টেস্ট, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতা ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছে বলেও জানান অধ্যক্ষ।
 
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।