ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

না.গঞ্জে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫৯৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
না.গঞ্জে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫৯৩৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৩৪ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ২ হাজার ৪৬৬ এবং ছাত্রী ৩ হাজার ৪৬৮ জন।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানা যায়।

জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫৫ হাজার ৫৫৫ জন। এরমধ্যে ছাত্র ২৪ হাজার ২১৬ ও ছাত্রী ২৮ হাজার ৯৫৯ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ।

ফলাফলের দিক থেকে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে রূপগঞ্জ উপজেলা, দ্বিতীয় স্থনে বন্দর, তৃতীয় নারায়ণগঞ্জ সদর, চতুর্থ আড়াইহাজার এবং পঞ্চম সোনারগাঁও উপজেলা।

অপরদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন। এরমধ্যে ছাত্র ১১৬ ও ছাত্রী ৯২ জন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।