ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে বিএসপির দ্বিবার্ষিক সম্মেলন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জানুয়ারি ২, ২০১৬
বাকৃবিতে বিএসপির দ্বিবার্ষিক সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ সোসাইটি ফর প্যারাসাইটোলজির (বিএসপি) ১২তম দ্বিবার্ষিক সম্মেলন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সম্মেলন শুরু হয়।

 
 
বিএসপির সভাপতি অধ্যাপক ড. মোতাহের হোসেন মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর।  
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিএমএইচের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল ফসিউর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ।  
 
বিএসপির ১২তম দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসানুজ্জামান তালুকদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. নূরজাহান বেগম।  
 
সম্মেলনে বিএসপি সম্পর্কে তথ্যমূলক বক্তব্য প্রদান করেন বিএসপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল আলীম।  
 
সম্মেলনের শুরুতেই ভেটেরিনারি অনুষদের প্রয়াত শিক্ষকদের জন্য দোয়া করা হয়। পরে সম্মেলনে ২৭টি পোস্টার প্রদর্শনী এবং ২৭টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।