ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় নতুন বইয়ের গন্ধে বাঁধভাঙা উচ্ছ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
খুলনায় নতুন বইয়ের গন্ধে বাঁধভাঙা উচ্ছ্বাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বই বিতরণের উৎসবের মধ্য দিয়ে খুলনায় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই সংগ্রহ করতে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান হাজির হয়।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিলো বাঁধভাঙা জোয়ারের মতো।

খুলনা জিলা স্কুল মাঠে বিভাগীয় পর্যায়ে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ ও জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন।  

খুলনা বিভাগের ১০ জেলার ৩৮ লাখ ৮২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীর মধ্যে চার কোটি ৫ লাখ ৫৬ হাজারেরও বেশি নতুন বই বিতরণ করা হয়ছে। এর মধ্যে মাধ্যমকি স্তরে (স্কুল ও মাদ্রাসা) ১৭ লাখ ৩৮ হাজার ৪৩০ জন শিক্ষার্থী পাবে ২ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৭৬৫ বই। আর প্রাথমিকে ২১ লাখ ৪৪ হাজার ৪৫৫ (স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্ডেনে) জন শিক্ষার্থীকে ১ কোটি ৭৫ লাখ ৬৭৯ বই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা,  জানুয়ারি ০১, ২০১৬
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।