ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: সারা দেশের মতো বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা।

শুক্রবার (০১ জানুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বই বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।



এরপর ঠাকুরগাঁও সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আজাহার আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেচ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক উপস্থিত ছিলেন।

প্রতিটি স্কুলে আনুষ্ঠানিকভাবে সব শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবুর নেতৃত্বে বই উৎসবের র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলার পাঁচ উপজেলায় হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে তিন লাখ ৪৪ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৫ লাখ বই বিতরণ করা হয়েছে।

এরমধ্যে মাধ্যমিক পর্যায়ের ৩৮২টি বিদ্যালয় ও ১৫৬টি মাদ্রাসার এক লাখ এক হাজার ২৫০ শিক্ষার্থীর মধ্যে প্রায় চার লাখ বই দেওয়া হয়।

এছাড়াও ১৭শ’ প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ ৪৩ হাজার পাঁচশ’ শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১১ লাখ বই বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।