ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: সম্প্রতি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে কলেজের বিভিন্ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের দাবি, সদ্য ঘোষিত রুটিন কমপক্ষে দু’মাস পিছিয়ে দিতে হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ে গিয়ে পের মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

আগামী ২০ জানুয়‍ারি থেকে তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা দিয়ে রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।