ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

শাহ্ মখদুম মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
শাহ্ মখদুম মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

দুপুরে শাহ্ মখদুম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মতিয়ার রহমান খানের সভাপতিত্বে প্রথম বর্ষ এমবিবিএসের (৩য় ব্যাচ) ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা. মাসুম হাবিব। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আমানুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহ্ মখদুম মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের কো-চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী আসাদুজ্জামান, শাহ্ মখদুম মেডিকেল কলেজেব উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাসানুজ্জামান হাসু, পরিচালক মনিরুজ্জামান বাবুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।