ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

ফিনান্স ব্যাংকিং ও বিমা শিক্ষকদের এমপিওভ‍ুক্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ফিনান্স ব্যাংকিং ও বিমা শিক্ষকদের এমপিওভ‍ুক্তির দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায় শিক্ষা শাখায় ‘উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং ব্যাংকিং বিমা’ বিষয়ে নিয়োগপ্রাপ্তদের এমওপিভুক্তির দাবি জানিয়েছেন কলেজ শিক্ষকরা।

সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।



বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং ব্যাংকিং বিমা বিষয়ক শিক্ষক পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার বলেন, চার বছর আগে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এখনও এমপিওভুক্তি করা হয়নি। নেই কোনো সামাজিক মর্যাদাও। তাই সার্বিক বিষয় বিবেচনা করে অনতিবিলম্বে এমপিওভুক্তির দাবি জানাচ্ছি।
 
‘এমপিওভুক্তির সব প্রক্রিয়া শেষ হলেও এখনও বিষয়ট‍া ঝুলে আছে? আমাদের একটাই দাবি-দ্রুত সময়ে এমপিওভুক্ত করতে হবে। ’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব দাবি নিয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।

এ সময় সংগঠনের সভাপতি হাসান কবিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।